| |
               

মূল পাতা জাতীয় ২৭ ঘণ্টায় ১৬ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে : ফায়ার সার্ভিস


২৭ ঘণ্টায় ১৬ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে : ফায়ার সার্ভিস


রহমত নিউজ     01 November, 2023     02:54 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের সড়ক, রেল ও নৌপথ অবরোধে সারা দেশে ২৭ ঘণ্টায় অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ (১ নভেম্বর) বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সারা দেশে ১৬টি অগ্নিসংযোগের খবর পেয়েছেন তারা।

গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডগুলোর খবর পৌঁছায়। এর মধ্যে ঢাকা মহানগরীতে (পোস্তগোলা, খিলগাঁও, বারিধারা) ৪টি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ৬টি, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলী, রাঙ্গুনিয়া) ৩টি এবং রাজশাহী বিভাগে (বগুড়া, সিরাজগঞ্জ) ৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বলেছে, ৯টি বাস, ২টি কাভার্ডভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ ভ্যান, ২টি কমার্শিয়াল প্রোডাক্ট শোরুম ও ১টি পুলিশ বক্স পুড়ে গেছে।

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের জন্য চাপ দিতে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে।


সূত্র : ইউএনবি